[১] জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে মেহেরপুর যেতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী
[২] জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে মেহেরপুরে যেতে চাইলেও তাকে নিষেধ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকাল ১০টায় শুরু হওয়া করোনা পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা জানান প্রধানমন্ত্রী। ডিবিসি টিভি [৩] শেখ হাসিনা বলেন, ‘আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, সবসময় আমরা উদযাপন করি, আসি। এবার তো আমরা সেভাবে জনসমাগম করতে পারব না। যেটুকু সীমিত আকারে ঘরে বসে করা যায়, সেটুকু করবেন, জনসমাগম যেন না হয়। ইনশাল্লাহ, এ অবস্থা চলে গেলে আমরা ভালোভাবে করতে পারব। কারণ স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার প্রথম শপথ নিয়েছিল এই মেহেরপুরে-এ কথা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে।’ [৩] তিনি আরও বলেন, ‘আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী কিন্তু যাওয়ার জন্য তৈরি হয়েছিল। আমি বলেছি যে, জেলায় (মেহেরপুর) ঢুকতে পারবা না। কারণ ঢাকায় তো করোনাভাইরাস আছে। এ ক্ষেত্রে কোনো মানুষ (মেহেরপুরে) ঢুকুক, আমি চাই নাই। তাকে আমি যেতে দিই নাই। আমি বলেছি, তুমি এখানে বসে টেলিফোনে…। ঢাকায় যারা রয়েছে, আমি তাদেরকে বলেছি, ঢাকায়ই থাকতে হবে। কেউ এখান থেকে নিজের জায়গায় যেতে পারবে না। সেজন্য সে যায় নাই।’ জানা গেছে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গ্রামের বাড়ি মেহেরপুরে। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল এই মেহেরপুরেই। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে ঢাকার বাইরে যাওয়া নিষেধ রয়েছে। এই অবস্থায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুরে যেতে চাইলে তাকে ঢাকার বাইরে যেতে নিষেধ করেন প্রধানমন্ত্রী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.